আয়কর কোন ভয়ের বিষয় না। TIN থাকলেই সবাইকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং রিটার্ন দাখিলের প্রত্যায়নপত্র ছাড়া আপনি চাকরী থেকে শুরু করে ভবিষ্যতে অনেক কিছুই আর করতে পারবেন না। তাই চাকরী, ব্যবসা, যাই করুন না কেন, আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। তাই যাদেরই TIN আছে শুধুমাত্র একটি ব্যতিক্রম ছাড়া সবাইকেই রিটার্ন দাখিল করতে হবে।
তবে মনে রাখবেন, রিটার্ন দাখিল করলেই আপনাকে ট্যাক্স দিতে হবে না। শুধুমাত্র করযোগ্য আয় থাকলেই ট্যাক্স দিতে হবে। তাই আপনি জেনে বুজে রিটার্ন দাখিল করুন। রিটার্ন দাখিলের আগে আপনাকে জানতে হবে কি করলে আপনার ট্যাক্স ফাইল অডিটে পরার সম্ভাবনা কম। প্রয়োজনে আমাদের হেল্প ডেস্কে ফোন করে সহযোগিতা নিন অথবা অফিসে ভিজিট করুন।
ট্যাক্স-যোগ্য আয় এবং ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে চাইলে এবং বছরজুরে ট্রেনিং করতে চাইলে আমাদের সদস্যদের পরামর্শ নিন এবং প্রয়োজনে দীর্ঘ- মেয়াদী ট্রেনিং এ অংশগ্রহন করুন।
ব্যবসা করতে হলে আপনাদের জানতে হবে কাদের জন্য ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে ভ্যাট- ট্যাক্সের বিষয়, বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট এবং ট্যাক্সের হার এবং উৎসে কর্তনের হার সমূহ, কি কি ধরনের রিটার্ন দাখিল বাধ্যতামূলক এবং দাখিলের সময়সূচী ইত্যাদি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা।
Website: www.lsf.com.bd
ট্যাক্সবন্ধু, বাসা নং ৫৬, রোড নং ২ এ, ধানমণ্ডি, ঢাকা।
মোবাইলঃ 01680000113, 01511-000-113